মুম্বই: গত একমাসে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মহানগরী কলকাতা। শহরের বিভিন্ন হোটেলের তথ্যতালাশ সংগ্রহ করছেন বিদেশি পর্যটকরা। সৌজন্যে ‘লায়ন’।


সম্প্রতি, ইন্টারনেটে একটি হোটেল বুকিং সাইটের সমীক্ষা বলছে, ‘সিটি অফ জয়’-এর হোটেল সম্বন্ধে খোঁজখবরের পরিমাণ আগের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেড়ে গিয়েছে।


আর এই বৃদ্ধির নেপথ্যে রয়েছে একটি সিনেমা। গত বছর এই শহরে হলিউড ছবি ‘লায়ন’ অধিকাংশ শ্যুটিং হয়েছে। দেব পটেল অভিনীত এই ছবিটি মুক্তির পর থেকেই ভাল সাড়া জাগিয়েছে। ইতিমধ্যেই তা জায়গা করে নিয়েছে অস্কারের মনোনয়ন তালিকায়।


খবরে প্রকাশ, তারপর থেকেই এই শহরে বেড়াতে আসার ইচ্ছাপ্রকাশ করছেন বহু ভিনদেশি পর্যটক। তার আগে কলকাতার বিভিন্ন হোটেল সম্পর্কিত তথ্য জোগাড় করছেন তাঁরা।


প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় (ভারতীয় সময় সোমবার ভোর) ক্যালিফর্নিয়ার কোডাক থিয়েটারে অস্কার পুরস্কার প্রদান করা হবে।