কোরবা (ছত্তিশগড়): ৪০ বছর আগে অন্য সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করেছিলেন ছত্তিশগড়ের কোবরা জেলার বাসিন্দা ভগৎ দাস বাঘেল। তখন বয়স ছিল মাত্র ১০। বুঝেই উঠতে পারেননি অন্য সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করা কী এমন দোষের। কিন্তু এত বড় ‘অপরাধ’ কিছুতেই মেনে নিতে পারেনি গ্রামের মাতব্বররা। এখন তাঁর বয়স ৫০। দীর্ঘ ৪০ বছর ধরে একঘরে করে রাখা হয়েছে তাঁকে। গোটা গেরাম বয়কট করে তাঁদের। এমনকী, স্ত্রীর মৃত্যুর পরও গ্রামে শেষকৃত্য করার অনুমতি দেওয়া হল না তাঁকে।

কোবরা থেকে ২০ কিমি দূরে বাকিমোংরা থানার অন্তগর্ত আরদা গ্রামের বাসিন্দা বাঘেল। গ্রামবাসীদের কাছে থেকে জানা গিয়েছে তাঁর স্ত্রী শ্যামা বাই দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিলেন। অসুস্থতার কারণেই মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারের পাশে দাঁড়ানো তো দূরের কথা, গ্রামে তাঁদের শেষকৃত্যের অনুমতিটুকুও দেওয়া হয়নি। বাড়ির পাশে সব্জি বাগানে স্ত্রীর শেষকৃত্য করেন বাঘেল।

পুলিশকে জিজ্ঞাসা করা হলে তারা জানায়, এ সংক্রান্ত কোনও অভিযোগই পায়নি তারা। এব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে বাঘেলদের একঘরে করার কথা স্বীকার করে নিয়েছেন বাকিমোংরা গ্রামের সরপঞ্চ সরওয়ান সিংহ কানওয়ার। তিনি জানিয়েছেন, ঘটনার দিন গ্রামে থাকলে তিনি অবশ্যই বাঘেলদের সাহায়্য করতেন।

বস্তুত, ছত্তিশগড়ে খুব অল্প বয়সে বিয়ে করা স্বাভাবিক ঘটনা। অনেকেই ৯-১০ বছর বয়সে বিয়ে করে।