মুম্বই: কঙ্গনা রানাউত ও হৃত্বিক রোশনের মধ্যে বিবাদ বলিউডের খুবই আলোচিত বিষয়। দু পক্ষের তরফ থেকে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করা হয়েছে। এবার এই বিবাদে নয়া মোড়। স্পটবয়ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, বিশাল ভরদ্বাজের অফিসে মুখোমুখি হয়ে গিয়েছিলেন হৃত্বিক ও কঙ্গনা। স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চাইবেন-কী হল এরপর?
প্রতিবেদন অনুসারে, আগামী সিনেমা ‘রেঙ্গুন’-এর প্রোমোশনের কৌশল সংক্রান্ত ব্যাপারে আলোচনার জন্য বিশালের অফিসে গিয়েছিলেন কঙ্গনা। সেখানে পরিচালকের সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে কথা হয় তাঁর। ঠিক এরপরই বিশালের সঙ্গে হৃত্বিকের দেখা করার কথা ছিল।
সেই মতো কঙ্গনা যখন বিশালের অফিস ছেড়ে যাচ্ছেন, তখন সেখানে ঢুকছেন হৃত্বিক। আচমকাই মুখোমুখি দুজনে। একে অপরকে দেখে কয়েক লহমার জন্য দুজনই থমতে গেলেন। তারপর একে অপরকে এড়িয়ে যাওযার চেষ্টা করেন তাঁদের। কঙ্গনা মাথা নিচু করে গাড়ির দিকে এগিয়ে যান। কঙ্গনাকে দেখে হৃত্বিকও চমকে গিয়ে ফের নিজের গাড়িতে গিয়ে বসে পড়েন। কঙ্গনা ওই চত্বর থেকে চলে যাওয়ার পরই বিশালের অফিসের দিকে পা বাড়ান হৃত্বিক।
যখন আচমকাই মুখোমুখি হৃত্বিক ও কঙ্গনা..
ABP Ananda, web desk
Updated at:
06 Nov 2016 01:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -