লখনউ: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুত্ চুরি রুখতে কড়া ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে। এরইমধ্যে সমাজবাদী পার্টি (সপা)-র প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের বাড়িতে বিদ্যুতের বিলের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে বলে অভিযোগ। বিদ্যুত্ বিভাগের আধিকারিকরা মুলায়মের এটার বাসভবনে মিটার পরীক্ষায় গিয়ে এই অনিয়মের বিষয়টি জানতে পেরেছেন। তাঁরা দেখেছেন, মুলায়মের বাড়ির ৪ লক্ষ টাকার বিদ্যুতের বিলও বকেয়া রয়েছে। বাড়িতে বিদ্যুতের সংযোগ ৫ কিলোওয়াটের। কিন্তু খরচ ৪০ কিলোওয়াটের। আধিকারিকরা এই বেনিয়মের বিষয়টি জানার পর ৫ কিলোওয়াটের জায়গায় ৪০ কিলোওয়াটের মিটার বসিয়েছেন।


চলতি মাস শেষ হওয়ার আগে বকেয়া বিল চোকানোর জন্য সমাজবাদী পার্টি নেতাকে সময় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে মুলায়মের ছেলে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সপা-কে হারিয়েই ক্ষমতায় এসেছে বিজেপি।

নতুন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা সদরগুলিতে ২৪ ঘন্টা বিদ্যুত্ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন।