নয়াদিল্লি: প্রকাশ্য রাস্তায় এক খাবার বিক্রেতাকে ২৪ বার ছুরি মারল ২৩ বছরের এক ব্যক্তি। প্রসঙ্গত, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার বছর আগে আক্রান্ত ব্যক্তির মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। পরে তাকে গ্রেফতার করা হয়। সদ্য জামিনে মুক্তি পেয়েই মেয়ের বাবার ওপর হামলা চালাল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে প্রকাশ্য রাস্তায় আমার কলোনি এলাকায়। গত ৬ এপ্রিল রাত দশটা নাগাদ এই হামলার ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম বাল করণ যাদব। ২০১৩ সালে ৫০ বছর বয়সি ওই খাবার বিক্রেতার মেয়ে অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করেছিল। তারপর তাকে গ্রেফতার করা হলেও, ওই মামলার এখনও চূড়ান্ত শুনানি হয়নি। এরমধ্যেই জামিনে মুক্তি পেয়ে এই কাণ্ড ঘটাল ওই ব্যক্তি। এক প্রবীণ পুলিশ আধিকারিকের দাবি, যেদিন যাদবকে গ্রেফতার হতে হয় ওই পরিবারের জন্যে তবে থেকেই সে রাগ পুষে রেখেছিল। ২০১৪ সালের নভেম্বরে জামিনে মুক্তি পায় অভিযুক্ত ব্যক্তি।
জামিনে মুক্তি পেয়েই উত্ত্যক্তকারী অভিযোগকারী মেয়ের বাবাকে প্রকাশ্যে ২৪ বার ছুরি মারল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2017 11:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -