নয়াদিল্লি: দিল্লির ক্ষমতা দখলের পর আরও বেশি সমর্থন আদায় আম আদমি পার্টির। শুধু সমর্থনই নয়, মিসকল দিয়েই আপের সদস্য হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। অরবিন্দ কেজরিবালের দলের দাবি, বিগত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ মানুষ আম আদমি পার্টির সদস্য হয়েছে।


১৩ ফেব্রুয়ারি আম আদমি পার্টি ট্যুইটে একটি পোস্ট করে জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ১ মিলিয়নের ওপর মানুষ দলের সদস্য হয়েছে। আরও একটি ট্যুইটে অরবিন্দ কেজরিবালের দলের পক্ষ থেকে দাবি করা হয়, দেশের ১১ লক্ষ মানুষ শেষ ২৪ ঘণ্টায় আপের সদস্য হয়েছে।





এই প্রসঙ্গে এক আপ নেতার মন্তব্য, “মেরুকরণ করতেই বিজেপি নেতারা ক্রমাগত আপ নেতাদের গালমন্দ করেছেন। অন্যদিকে আপ প্রথম থেকেই কাজের নিরিখে ভোট চেয়েছে। বিজেপি গোটা নির্বাচনী প্রচারেই হিন্দু-মুসলিম করে গিয়েছে। আপ এই বিভাজন থেকে সর্বদা দূরে থেকেছে এবং সাধারণ মানুষের কথা বলে এসেছে।” এই রণকৌশলই তাঁদের চমকপ্রদ ফল এনে দিয়েছে বলে দাবি আপ নেতার। উল্লেখ্য, সদ্য সমাপ্ত দিল্লির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আপ। তারা জিতেছে ৬২টি আসনে। বিজেপি জিতেছে মাত্র ৮টি আসনে। ৭০টি আসনের মধ্যে একটি আসনেও জয় আর্জন করতে পারেনি কংগ্রেস। যদিও দলের এই ভরাডুবিতেও ‘হার’ দেখছে না ভারতের সবথেকে প্রাচীন রাজনৈতিক দল।


আগামী রবিবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিবাল। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।