নয়াদিল্লি: নতুন বছরের প্রথম ২০ দিনের হিসেবেই ভারত-বাংলাদেশ সীমান্তে গবাদি পশু পাচারের ১,৩১৯ টি ঘটনা ধরা পড়েছে। লোকসভায় আজ এই তথ্য জানাল কেন্দ্র। লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, এই সব ঘটনায় ৪১ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
রিজিজু জানিয়েছেন, গত বছর গবাদি পশু পাচারের ২০,৯০০ টি ঘটনা ধরা পড়েছিল। গ্রেফতার করা হয়েছিল ৬৭০ জন পাচারকারীকে। তিনি আরও জানিয়েছেন, ২০১৬-তে তিনটি ঘটনায় বিএসএফ কর্মীদের যোগসাজশের কথা জানা গিয়েছিল। এই ঘটনাগুলি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন বছরের প্রথম ২০ দিনেই হাজারের বেশি গবাদি পশু পাচারের ঘটনা
ABP Ananda, web desk
Updated at:
07 Feb 2017 08:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -