রায়পুর: স্টেশন চত্বর লাগোয়া অবৈধ পার্কিং লটে আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ২০০ দু-চাকার যান। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে।


খবরে প্রকাশ, এদিন দুপুর ১২টা নাগাদ রায়পুর রেল স্টেশনের কাছে অবৈধ পার্কিং লটে আগুন লাগে। খবর পেয়েই, সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে লেগে পড়ে পুলিশ ও দমকল। সহায়তা করেন স্থানীয় বাসিন্দারা।


খুব দ্রুত সেখান থেকে মোটরসাইকেল, স্কুটার ও মোপেডগুলিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কিন্তু, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে দুশোর ওপর দুচাকার গাড়ি।


পুলিশের অনুমান, প্রচণ্ড গরম সঙ্গে তীব্র হাওয়া এবং জ্বালানি লিক হওয়ার ফলেই এই আগুন লেগে থাকতে পারে। জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় ১ হাজারের বেশি টু-হুইলার পার্ক করা ছিল। তবে, এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে।