লখনউ: যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তাঁর প্রতিষ্ঠিত সংগঠন হিন্দু যুব বাহিনীতে যোগদানের জন্য আবেদনকারীর সংখ্যা একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে। গড়ে রোজ ৫,০০০ আবেদন জমা পড়ছে। বিনামূল্যেই সদস্যপদ দেওয়া হচ্ছে। তবে সদস্যপদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারও বিরুদ্ধে মামলা দায়ের হলে তাকে সদস্য করা হচ্ছে না।

২০০২ সালে এই হিন্দুত্ববাদী সংগঠন প্রতিষ্ঠা করেন আদিত্যনাথ। গোরক্ষপুরে এই সংগঠনের সদর দফতর। এই সংগঠনের এক আধিকারিক জানিয়েছেন, আগে সদস্য হওয়ার জন্য গড়ে প্রতিদিন ৫০০ থেকে ১,০০০ আবেদন জমা পড়ত। কিন্তু এখন আবেদনের সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে।

হিন্দু যুব বাহিনীর সদস্য হতে গেলে অনলাইনে আবেদন করতে হয়। ছবি, সরকারি পরিচয়পত্র জমা দিতে হয়। সদস্য করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির অতীত পরিচয়ের বিষয়ে খোঁজ নেওয়া হয়। অপরাধের অভিযোগ ছাড়াও কোনও বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে সদস্য করা হয় না।