এ মাসের ১৭ তারিখ ফেসবুকে হায়দরাবাদ পুলিশের পেজে ওই ভিডিও পোস্ট করেন শ্রীধর ভেমুলা নামে ওই ব্যক্তি। এক মিনিটের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হিমায়ত নগর অঞ্চলে এক মধ্যবয়স্ক বাইক আরোহী হেলমেট না পরে যাওয়ায় তাঁকে থামিয়েছেন এক পুলিশকর্মী। তাঁদের মধ্যে কিছু কথাবার্তা হল। তারপর টাকা বার করে পুলিশকর্মীর হাতে তুলে দিলেন ওই বাইক আরোহী। টাকা নিয়ে তাঁকে যেতে দিলেন ওই পুলিশকর্মী। ভিডিওতে আরও তিন পুলিশকর্মীকে দেখা যাচ্ছে। কিন্তু তাঁরা কিছুই জানতে পারেননি।
হায়দরাবাদ পুলিশ ২৪ ঘণ্টা পরে জানায়, ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর ২০ তারিখ জানানো হয়, ওই হোমগার্ডকে ট্র্যাফিক বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেছেন, ওই হোমগার্ডকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করছেন। অনেকে ঘুষ দেওয়ার জন্য ওই বাইক আরোহীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকের আবার মন্তব্য, পুলিশের বেতন বাড়ালে ঘুষ নেওয়ার প্রবণতা কমবে।