নয়াদিল্লি: ব্যাঙ্কে টাকা জমা দিতে এবং বদলে ফেরার পথে পৃথক দুই ঘটনায় দুই ব্যক্তির কাছ থেকে লুঠ ৬০ হাজারেরও বেশি টাকা।
প্রথম ঘটনাটি ঘটে পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায়। পুরোনো নোট বদলে নতুন নোট আনার সময় পুলিশের বেশে এক দুষ্কৃতী চমন লাল নামে এক ব্যক্তির কাছ থেকে ২৫০০০ টাকা ছিনতাই করে বলে অভিযোগ। চমন জানিয়েছেন, মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফিরছিলেন তিনি। এক হাতে ছিল মেয়ের বিয়ের কার্ড। তিনি জানিয়েছেন, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি পিছন থেকে এসে জিজ্ঞাসা করে, এত রাতে টাকা নিয়ে একা একা কেন ফিরছেন... এটা নিরাপদ এলাকা নয়। লাল ভাবেন ওই ব্যক্তি পুলিশের লোক। এরপরই তাঁর কাছ থেকে টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী।
থানায় অভিযোগ দায়ের করেছেন চমন লাল। তদন্ত শুরু করেছে পুলিশ।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লির কমলা মার্কেট এলাকায়। হাসপাতালের এক নার্সের কাছ থেকে ছিনতাই হয় ৩৯,০০০ টাকা। তিনি ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। বাইকে করে দুই দুষ্কৃতী এসে টাকার ব্যাগে ছিনতাই করে পালায়। ব্যাগে ছিল সবই ৫০০, ১০০০ টাকার নোট। মহিলার ব্যাঙ্কের কাগজপত্র ও ফোনটিও ছিনতাই করে পালায়। হেলমেট পরে থাকায় ছিনতাইবাজদের মুখ দেখতে পারেননি ওই মহিলা। থানায় দায়ের হয়েছে অভিযোগ।
পৃথক দুই ঘটনায় দুই ব্যক্তির কাছ থেকে লুঠ ৬০ হাজারেরও বেশি টাকা
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2016 09:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -