নয়াদিল্লি: ডিজিটাল পেমেন্টের প্রচারের অঙ্গ হিসেবে নীতি আয়োগের চালু করা বিভিন্ন প্রতিযোগিতায় গত ৫০ দিনে ৮ লক্ষের বেশি মানুষ প্রায় ১৩৩ কোটি টাকা জিতেছেন।
এদিন এক টুইটারে নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, ডিজিটাল ধনমেলার আজ ৫০ তম দিন। এখনও পর্যন্ত ১৩৩ কোটি জিতেছেন ৮ লক্ষাধিক মানুষ। আরও ৫০ দিন চলবে।
গত ২৫ ডিসেম্বর ডিজিটাল পেমেন্টকে প্রচার করেত দুটি প্রকল্প চালু করেছিল কেন্দ্র—লাকি গ্রাহক যোজনা ও ডিজি-ধন ব্যাপার যোজনা। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই দুই প্রকল্প চালু থাকবে।