রাজস্থান: ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সহ আরও যে যে রাজ্যগুলোতে সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফণী’-র প্রভাব পড়েছে বা পড়বে, সেই রাজ্যগুলোতে ক্ষয়ক্ষতির মোকাবিলা করতে ১ হাজার কোটি টাকা ত্রাণ দিচ্ছে কেন্দ্র। শুক্রবার রাজস্থানে নির্বাচনী প্রচার থেকে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এদিন সকালেই ওড়িশায় প্রবল শক্তি  নিয়ে আছড়ে পড়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণী। হাওয়া দফতরের খবর অনুযায়ী প্রতি ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার গতিতে ওড়িশার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আঘাত এনেছে ফণী। যার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও। শুক্রবার রাজস্থানের হিন্দুয়ান শহরে নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, “ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ পুদুচেরির লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্র প্রতিটি রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছে। আমি নিজে খোঁজখবর নিচ্ছি। কাল একটি বৈঠকও করেছি। ইতিমধ্যেই ১ হাজার কোটি টাকা পরিস্থিতি মোকাবিলার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।”





বিপর্যয় মোকাবিলা বাহিনী ও নৌসেনা ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে দিয়েছে, সেকথাও উল্লেখ করেছেন নমো। তিনি আরও বলেন, “যে রাজ্যগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে এবং যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রত্যেকের পাশে রয়েছে কেন্দ্র সরকার।”