কেন গোরক্ষপুরে মন্দিরে ৫ দিন থেকে পুজো 'মহন্ত' আদিত্যনাথের? তোপ ওয়েইসির
Web Desk, ABP Ananda
Updated at:
03 Oct 2017 07:52 PM (IST)
হায়দরাবাদ: সম্প্রতি গোরক্ষনাথ মন্দিরে গিয়ে মহন্ত বা পূজারী হিসাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান করায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে 'ব্যর্থ প্রশাসক' বলে কটাক্ষ করলেন আসাদুদ্দিন ওয়েইসি। এআইএমআইএম সভাপতির দাবি, সরকারি তহবিল থেকে তাঁর এই সফরের খরচ মেটানো হয়েছে।
আদিত্যনাথ ওই মন্দিরের প্রধান পুরোহিত। সম্প্রতি পাঁচদিন গোরক্ষনাথ মন্দিরে মহন্ত হিসাবে পূজা-আচ্চা করেছেন তিনি।
ওয়েইসি-র বক্তব্য, মুখ্যমন্ত্রীর পদটি সাংবিধানিক পদ। এখনও পর্যন্ত প্রশাসক হিসাবে আদিত্যনাথ ব্যর্থ। দুর্ভাগ্যজনক হল, এবার মহন্ত আদিত্যনাথই বড় হয়ে উঠছেন।
লখনউয়ের সরকারি কাজকর্ম ফেলে কেন ৫ দিন আদিত্যনাথ মন্দিরে কাটালেন, সেই প্রশ্ন তুলে এতে সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেন ওয়েইসি। বলেন, ধর্মীয় কারণে সরকারি তহবিলের অর্থ ব্যয় করা যায় না বলে সুপ্রিম কোর্ট সম্প্রতি যে নির্দেশ দিয়েছে, পুজো করার জন্য গোটা নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে লখনউয়ের দপ্তর ছেড়ে চলে গিয়ে তা লঙ্ঘন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কার পয়সা খরচ হল? সরকারি তহবিলের টাকা ঢালা হয়েছে মুখ্যমন্ত্রীর পুজোর জন্য।
একইসঙ্গে কারও ধর্মাচরণ, ধর্মীয় রীতিনীতি পালনের ব্যাপারে তাঁর কোনও আপত্তি নেই বলে জানান তিনি। ওয়েইসি বলেন, সাংবিধানিক দায়দায়িত্ব, কর্তব্য ও জনজীবনের প্রচলিত ধারণা, বিশ্বাসের মধ্যে সূক্ষ্ম পার্থক্যরেখা আছে। কিন্তু সেই সীমারেখা ভাঙছেন আদিত্যনাথ। এমন কোনও কাজকর্মে তাঁর জড়ানো উচিত নয়, যার ফলে সাংবিধানিক দায়দায়িত্বের সঙ্গে সরাসরি সংঘাত হয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -