হায়দরাবাদ: ভোপালের জেল ভেঙে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সংঘর্ষে সিমি বন্দিদের মৃত্যু নিয়ে সরকারি ভাষ্যে বিস্তর গলদ আছে বলে দাবি করে সুপ্রিম কোর্টকে দিয়ে ঘটনার তদন্ত চাইলেন আসাদউদ্দিন ওয়েইসি।


সংঘর্ষে ৮ সিমি বন্দির মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করে এআইএমআইএম প্রধান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকর্তাদের বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওই বিচারাধীন বন্দিদের হাতে নাকি চামচ ছিল। সত্যিই ওদের কাছে চামচ থাকলে তো মধ্যপ্রদেশের  সন্ত্রাসদমন বাহিনী (এটিএস) সহজেই ওদের কাবু  করতে পারত, কেননা বাহিনীর হাতে যাবতীয় অত্যাধুনিক অস্ত্রশস্ত্র থাকে। নির্বিঘ্নে ওদের গ্রেফতার করতে পারত এটিএস। কিন্তু যারা রক্ষীকে খুন করে জেল থেকে চম্পট দিল, তাদের কাছে চামচ থাকলে যে কোনও স্বাভাবিক মানুষের কাছেই সংঘর্ষের তত্ত্বটা অবিশ্বাস্য মনে হবে।

সুপ্রিম  কোর্টকে দিয়ে তদন্ত করালেই যাবতীয় তথ্য বেরিয়ে আসবে, কোনও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, সেটাও জানা যাবে, বলেন ওয়েইসি।

বিস্ময় প্রকাশ করে তিনি এও বলেন, সংঘর্ষে নিহতরা হাতঘড়ি, জুতো, বেল্ট পরা ছিল। কিন্তু এসব তো বিচারাধীন বন্দিদের দেওয়া হয় না।  তদন্ত হলেই কীভাবে কঠোর নিরাপত্তার চাদরে মোড়া জেল থেকে ওরা পালিয়ে গেল, সংঘর্ষ ঘটল, কী করে ওদের হাতে ঘড়ি এল, সব বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।