হায়দরাবাদ: দেশে জনসংখ্যার রাশ টেনে ধরার জন্য রামদেবের প্রস্তাবের তীব্র সমালোচনা করলেন আসাদুদ্দিন ওয়েইসি।
ভারত জনবিস্ফোরণের ধাক্কা মোকাবিলায় প্রস্তুত নয় বলে দাবি করে যোগগুরুর প্রস্তাব, দুইয়ের বেশি সন্তান হলেই আইন করে তিন নম্বর ও তার পরের বাচ্চাদের বড় হলে ভোটাধিকার, ভোট প্রার্থী হওয়ার ও সরকারি প্রকল্প, সুযোগসুবিধা পাওয়ার অধিকার বন্ধ করে দেওয়া হোক। এতেই ক্ষুব্ধ হায়দরাবাদের এমপি ট্যুইট করেছেন, চরম অসাংবিধানিক কথাবার্তা বলা থেকে বিরত রাখার কোনও আইন নেই, কিন্তু কেন রামদেবের ভাবনাচিন্তা অনাবশ্যক গুরুত্ব পাচ্ছে? তিনি পাকস্থলী নিয়ে ভেলকি দেখাতে পারেন বা পা দুটো যেমন খুশি ঘোরাতে পারেন, তার মানে এই নয়, নরেন্দ্র মোদি তিন নম্বর সন্তান বলে ভোটাধিকার হারাবেন।




ওয়েইসি এবারও হায়দরাবাদ থেকে লোকসভা ভোটে জিতেছেন।