নয়াদিল্লি: এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন সঙ্গীতশিল্পী কে জে জেসুদাস, অনুরাধা পোড়ওয়াল, কৈলাস খের, গ্র্যামি পুরস্কার জেতা সঙ্গীত পরিচালক বিশ্বমোহন ভট্ট। জেসুদাস পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসমারিক খেতাব পদ্মবিভূষণ। বাকি তিনজন পাচ্ছেন পদ্মশ্রী।


স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করা সত্ত্বেও যাঁদের উপর প্রচারের আলো পড়েনি, তাঁদেরই এবার পদ্ম পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।

মাতৃভাষা মালয়লম ছাড়াও বাংলা, হিন্দি, তামিল সহ বিভিন্ন ভাষায় ৫০ হাজারেরও বেশি গান গেয়েছেন জেসুদাস। তিনি ১৯৭৫ সালে পদ্মশ্রী পান। ২০০২ সালে পদ্মভূষণ পেয়েছিলেন। এবার পদ্মবিভূষণ পাচ্ছেন এই গায়ক।

অনুরাধা এবং কৈলাসও বিখ্যাত সঙ্গীতশিল্পী। সঙ্গীত জগতে অবদানের জন্যই তাঁদের পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে। বিখ্যাত শ্যেফ সঞ্জীব কপূরও পদ্মশ্রী পাচ্ছেন। এছাড়া কেরলের ১০০ বছর বয়সি কথাকলি নৃত্যশিল্পী চেমানচেরি কুনহিরমন নায়ারও পদ্ম পুরস্কার পাচ্ছেন।