ছবিতে রণবীর রয়েছেন আলাউদ্দিন খিলজির ভূমিকায়। টুইটারে তিনি জানিয়েছেন, থ্রিডিতে ছবিটি দেখেছেন তিনি। এমন একটি ছবিতে কাজ করতে পেরে তিনি গর্বিত। আলাউদ্দিনের মত চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য সঞ্জয় লীলা বনশালীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রণবীর বলেছেন, তাঁকে শিল্পী করে তুলেছেন বনশালী, এ জন্য আজীবন তিনি কৃতজ্ঞ থাকবেন।
জনতার প্রতি রণবীরের অনুরোধ, বিতর্কে কান না দিয়ে ছবিটি আগে দেখুন, তারপর বিচার করুন। ছবিটি বড় পর্দায় ম্যাজিক তৈরি করেছে, গোটা দেশ এর জন্য গর্বিত হবে।