নয়াদিল্লি: ‘পদ্মাবৎ’-এর বিরোধিতা করে দেশের বিভিন্ন স্থানে হিংসাত্মক বিক্ষোভ, ভাঙচুর, হিংসা চললেও, আইন-শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারের বিষয় বলে উল্লেখ করল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সাহায্য করা ছাড়া কেন্দ্রীয় সরকারের এখন আর কিছুই করার নেই। যে রাজ্যগুলিতে হিংসা ছড়িয়ে পড়েছে, সেখানকার প্রশাসনের উচিত র্যাফ মোতায়েন করা। বিক্ষোভ ও হিংসা দমন করার জন্য রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীকেও ব্যবহার করা যেতে পারে।
আজ ‘পদ্মাবৎ’-এর বিরোধিতায় রাজস্থানের বিভিন্ন জায়গায় বাইক মিছিল, রাস্তা অবরোধ, দোকান ভাঙচুর চলে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ছবিটি দেখাতে অস্বীকার করেছেন সিনেমা হলের মালিকরা। উত্তরপ্রদেশের সিনেমা হলগুলিতে ‘পদ্মাবৎ’ দেখানো হলেও, সেখানে উত্তেজনা ছিল। সিনেমা হলগুলিতে পুলিশি প্রহরা ছিল। অগ্নিকাণ্ডের আশঙ্কায় দমকলের ইঞ্জিনও রাখা ছিল।
আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়, ‘পদ্মাবৎ’ নিয়ে তাণ্ডবের পরিপ্রেক্ষিতে কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jan 2018 10:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -