গতকাল গুরুগ্রামে জিডি গোয়েঙ্কা স্কুলের বাসে কার্ণি সেনার উন্মত্ত বিক্ষোভকারীরা হামলা চালায়। এই তাণ্ডবে স্কুলের ২০-২৫ জন খুদে পড়ুয়া কোনওক্রমে রক্ষা পেয়েছে।ওই সময় স্কুল বাসে করে বাড়িতে ফিরছিল পড়ুয়ারা। আচমকাই লাঠিসোঁটা হাতে বাসে ঝাঁপিয়ে পড়ে প্রায় ৬০ জনের মতো একটি দল। চালককে গাড়ি থামাতে বলে তারা। চালক সে কথা না শুনলে দুষ্কৃতীরা বাস লক্ষ্য করে পাথর ছোঁড়ে। সঙ্গে সঙ্গে বাসে থাকা স্কুলের কর্মী ও শিক্ষকরা পড়ুয়াদের সিটের নিচে লুকিয়ে পড়তে বলেন। চালককে তাঁরা বাস না থামাতেও বলেন। কার্ণি সেনার হামলায় বাসের জানালার কাঁচও ভেঙে গিয়েছে।
এদিকে, স্কুল বাসে এই হামলার ঘটনার জেরে আতঙ্কিত রাজধানী দিল্লি সহ অন্যান্য শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরাও।
ললিত নামে এক অভিভাবক বলেছেন, আতঙ্ক তো রয়েইছে। গুরুগ্রামে হামলা হলে এখানেও হতে পারে। এখানেও তো অনেক স্কুলের সামনেই সিনেমা হল রয়েছে। সেজন্য, বাচ্চাকে নিজেই স্কুলে নিয়ে আসতে হয়েছে।
হরিয়ানার ফরিদাবাদের এক অভিভাবক বলেছেন, এখন হয়ত পরিস্থিতি শান্ত রয়েছে। কিন্তু আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুগ্রামের বেশ কয়েকটি স্কুল বন্ধ রাখা হয়েছে। এটা খুবই উদ্বেগজনক পরিস্থিতি। সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা।