আর বালকি পরিচালিত ‘প্যাডম্যান’ ছবিটি তামিলনাড়ুর বাসিন্দা অরুণাচলম মুরুগানাথমের জীবন অবলম্বনেই তৈরি হয়েছে। অরুণাচলম তাঁর গ্রামের মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করেছিলেন। তিনি ট্যুইট করে বলেছেন, কোনওদিন তাঁকে নিয়ে যে কোনওদিন ছবি তৈরি হবে, এটা ভাবতেই পারেননি। অক্ষয়কে তাঁর কথা বলার জন্য টুইঙ্কল খন্নাকে ধন্যবাদ জানিয়েছেন অরুণাচলম।
বেঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাত্তুর, মুম্বই, নেল্লোর, পুদুচেরি, তিরুঅনন্তপুরম এবং ওয়ারেঙ্গেলে এসপিআই সিনেমার ৫২টি স্ক্রিন আছে। কয়েকদিনের মধ্যেই সেখানেও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।