ট্রেন্ডিং

জ্যোতি মালহোত্রার আরও ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হরিয়ানার হিসার আদালতের

‘প্রধানমন্ত্রী যে পদক্ষেপ করেছেন, তাতে খুশি’, মন্তব্য সমীর গুহর স্ত্রীর

পর্যটকশূন্য উপত্যকা, হামলার এক মাস পর কেমন আছে পহেলগাঁও?

এবার উত্তরপ্রদেশ STF-এর জালে দুই ‘পাক গুপ্তচর’

বেহাল রাস্তার হাল ফের প্রকাশ্যে, রাস্তায় কাদায় চাকা আটকে গাড়িতেই প্রসব!
শিলিগুড়িতে তিরঙ্গা মিছিল শুভেন্দু অধিকারীর
পদ্মাবত বিতর্ক: গুজরাতের মেহসানায় পরপর বাসে আগুন, ছবি দেখাবে না, জানাল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন
Continues below advertisement

আমদাবাদ: ৪ দিন বাদেই মুক্তি পাবে পদ্মাবত। কিন্তু সেন্সর বোর্ড আর সুপ্রিম কোর্ট ছাড়পত্র দিলেও ছবি নিয়ে বিতর্ক কমার জায়গায় রোজ আগুনে ঘৃতাহুতি হচ্ছে। পদ্মাবতের বিরোধিতায় গুজরাতে তুলকালাম করেছে কার্ণি সেনা।
গুজরাতের মেহসানায় ছবির বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমে একাধিক বাসে আগুন দিয়েছে তারা। রাস্তায় যাতায়াত করা গাড়ি আটকে অবরোধ করেছে। গাড়িতে ছিল পুলিশও কিন্তু মারমুখী বিক্ষোভকারীদের সামনে কার্যত অসহায় ছিল তারা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে প্রশাসন মেহসানার বাসগুলি ডিপোটেই আটকে দেয়।
মেহসানার পাশাপাশি কার্ণি সেনা আমদাবাদের নিকোল এলাকাতেও তুলকালাম করেছে। স্থানীয় রাজহংস সিনেমাহলের কাচ ভেঙে সামনে বিক্ষোভ দেখিয়েছে তারা। পরিস্থিতি দেখে রাজ্যের মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, কোনও মাল্টিপ্লেক্সে ছবিটি দেখাবে না তারা।
পদ্মাবতের পরিচালক সঞ্জয় লীলা বনশালী ছবিটি দেখার জন্য কার্ণি সেনা সহ অন্যান্য রাজপুত সংগঠনগুলিকে আমন্ত্রণ করেছেন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে