লন্ডন ও নয়াদিল্লি: ভারতে বিক্ষোভের চাপে সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’র মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। কিন্তু সিনেমাটি ব্রিটিশ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল। ব্রিটিশ সেন্সর বোর্ড পদ্মাবতীকে ১২ এ রেটিং দিয়েছে। কোনও দৃশ্যে কাটছাঁট ছাড়াই ছাড়পত্র দেওয়া হয়েছে। ১২ এ রেটিংয়ের অর্থ, অভিভাবক সঙ্গে না থাকলে কোনও ১২ বছরের কম বয়সী দর্শক সিনেমাটি দেখতে পারবে না।


যদিও সিনেমাটির প্রযোজক সংস্থা ভারতের সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র ছাড়া বিশ্বের কোথাও সিনেমাটির মুক্তির কোনও পরিকল্পনা তাদের নেই।এমনটাই সূত্রের খবর।

ভারতের বিভিন্ন রাজপুত সংগঠন ও কিছু রাজনৈতিক নেতা সিনেমাটির বিরোধিতায় নেমেছেন। তাঁদের অভিযোগ, বনশালী ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন।

কোনও কোনও গোষ্ঠীর দাবি, সিনেমায় রাজপুত রানী পদ্মিণীর সঙ্গে আলাউদ্দিন খিলজির রোমান্টিক স্বপ্নদৃশ্য দেখানো হয়েছে। যদিও বনশালী বারেবারেই জানিয়েছেন, এ ধরনের কোনও দৃশ্যই সিনেমাতে নেই। এটি গুজব ছাড়া অন্য কিছুই নয়।

পদ্মিণী প্রকৃত অর্থেই ছিলেন কিনা, তা নিয়ে ইতিহাসবিদরা দ্বিধাবিভক্ত। ষোড়ষ শতকের মহাকাব্য ‘পদ্মাভত’-এ পদ্মিণীর উল্লেখ রয়েছে।

এর আগে আগামী ১ ডিসেম্বর সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সিনেমার মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।