নয়াদিল্লি: হরিয়ানার এক বিজেপি নেতা ‘পদ্মাবতী’ সিনেমার পরিচালক সঞ্জয়লীলা বনশালী ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথার দাম ১০ কোটি টাকা ঘোষণা করেছেন বলে খবর। বিষয়টি নিয়ে খোঁজখবর করতে হরিয়ানা পুলিশকে নির্দেশ জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লু)। এ ব্যাপারে হরিয়ানা পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে কমিশন।
হরিয়ানা বিজেপির মুখ্য মিডিয়া কোঅর্ডিনেটর সুরজপাল আমু বনশালী ও দীপিকার মাথার দাম ঘোষণা করেছেন বলে জানা গেছে। তিনি সিনেমার অভিনেতা রণবীর কপূরকেও হুমকি দিয়েছেন।
এ ব্যাপারে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে হরিয়ানা পুলিশকে বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলা হয়েছে বলে জানিয়েছে কমিশন। এ ধরনের অবাঞ্ছিত ও বেআইনি বক্তব্য সম্পর্কে কমিশন কঠোর মনোভাব গ্রহণ করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আমু বলেন, ‘মীরাটের যে যুবক দীপিকা ও বনশালীর মাথার দাম ঘোষণা করেছেন, তাঁকে আমি অভিনন্দন জানাচ্ছি। যে ওঁদের মাথা কাটতে পারবে, তাকে ১০ কোটি টাকা পুরস্কার দেব আমি। সেইসঙ্গে তাঁর বাড়ির লোকজনের দেখভালের দায়িত্বও নেব’।
‘পদ্মাবতী’: বিজেপি নেতার মাথার দাম ঘোষণা নিয়ে খোঁজখবর নিতে হরিয়ানা পুলিশকে নির্দেশ মহিলা কমিশনের
ABP Ananda, web desk
Updated at:
20 Nov 2017 07:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -