মুম্বই: সঞ্জয় লীলা বনশালির ছবি পদ্মাবতী নিয়ে চলতি বিতর্কের মধ্যেই রাজস্থানের জয়পুরের নাহারগড় দুর্গে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন আলিয়া ভট্ট। তিনি ট্যুইট করে বলেছেন, ‘হিংসাত্মক হুমকির ক্ষেত্রে কোনও সাজা দেওয়া না হলে এরকমই হয়। কী হচ্ছে? আমি হতবাক।’
আজ নাহারগড় কেল্লায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সেখানে দেওয়ালে লেখা রয়েছে, ‘পদ্মাবতীর বিরোধ। আমরা কুশপুতুল পোড়াই না। তাদের ফাঁসিতে ঝুলিয়ে দিই।’
পদ্মাবতী ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগে পরিচালক বনশালি ও পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনকে হুমকি দিচ্ছে করণি সেনা। আলিয়ার পাশাপাশি বলিউডের অপর এক অভিনেত্রী শ্রদ্ধা কপূরও এই ঘটনার নিন্দা করেছেন। তিনি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেটা হচ্ছে সেটা দুঃখজনক। আমি এটাই বলতে চাই।’
পদ্মাবতী বিতর্ক: হুমকি দেওয়া হলেও, কোনও শাস্তি হচ্ছে না, দাবি আলিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
24 Nov 2017 07:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -