মুম্বই: পদ্মাবতী বিতর্কের মধ্যেই এই ইস্যুতে মুখ খুলতে নারাজ ছবির অভিনেতা রণবীর সিংহ। রাজপুত গোষ্ঠীগুলি ছবিতে রানি পদ্মাবতীর চরিত্রের অবমাননা করা হয়েছে, অভিযোগে খড়্গহস্ত হলেও তিনি ছবি ও তার পরিচালক সঞ্জয় লীলা বনশালির পাশেই রয়েছেন বলে জানিয়েছেন তিনি। আজ এখানে এক অনুষ্ঠানের ফাঁকে রণবীর বলেন, আগেও বলেছি, এখনও বলছি, এই ছবি ও সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ২০০ শতাংশ রয়েছি। তবে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমাকে ছবিটি সম্পর্কে ভাল, মন্দ কিছুই বলতে নিষেধ করা হয়েছে। যা বলার, বলবেন প্রযোজকরাই।
প্রসঙ্গত, বনশালিকে খুনের হুমকি দিয়েছে কয়েকটি রাজপুত গোষ্ঠী, রানি পদ্মাবতীর চরিত্রটিকে খারাপ ভাবে ছবিতে দেখানোর অভিযোগে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেশের নানা প্রান্তে প্রবল বিরোধিতা, বিক্ষোভের মুখে পদ্মাবতীর মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এদিন রণবীর যে অনুষ্ঠানে ছিলেন, সেখানেও ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত ছিল। রণবীর সাংবাদিকদের ধন্যবাদ দেন। বলেন, আপনারা আজ অনেকে এসেছেন। সবাইকে ধন্যবাদ।
এদিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরের মত, সিবিএফসি-কে তার কাজ করতে দেওয়া হোক। ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগে সরব রাজপুত গোষ্ঠীগুলির বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সিবিএফসি-কে একটা কাজের ভার দেওয়া হয়েছে। ওদের সে কাজ করতে দেওয়া হোক। রাজস্থান ও উত্তরপ্রদেশ সরকার ছবির কিছু বিতর্কিত অংশ বাদ না গেলে সেটি তাদের রাজ্যে মুক্তি পেতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে।