জয়পুর:  চিতোরগড় দূর্গের পর এবার পর্যটকদের জন্যে বন্ধ করে দেওয়া হল রাজস্থানের রাজসামান্দ জেলার কুম্ভলগড় দূর্গ। অপর এক রাজপুত সংগঠনের প্রায় একশো সদস্য বিক্ষোভ দেখিয়ে আজ এই দূর্গে প্রবেশ বন্ধ করে দেয়। তাদের দাবি, অবিলম্বে বনশালির পদ্মাবতীর মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। এই একই দাবিতে বন্ধ করে দেওয়া হয়েছে চিতোরগড় দূর্গও।

তবে চিতোরগড় থানার এসএইচও জানিয়েছেন, আজ সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কুম্ভলগড় দূর্গে আপাতত বিক্ষোভ আন্দোলন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যে বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এলাকায়। এই কুম্ভলগড় দূর্গই হল মহারাণা প্রতাপ সিংহের জন্মস্থান এবং ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থানের মধ্যে রয়েছে দূর্গটি।

এদিকে গতকাল পদ্মাবতীকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজস্থান। পরিচালক বনশালির কুশপুতুলও দাহ করা হয়। শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত দূর্গে প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে এই প্রথম চিতোরগড়ে হামলা চালানো হল না। এর আগে মার্চে একদল দুষ্কৃতী গিয়ে ভাঙচুর চালায় চিতোরগড় দূর্গের পদ্মিনীর প্রাসাদে। ভাঙচুর চালানো হয় কাঁচের জিনিষে।