জয়পুর: টিউশন পড়তে আসা কিশোর ছাত্রদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার রাজস্থানের এক বেসরকারি স্কুলশিক্ষক।
রামিজ নামে ২৭ বছরের ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছর ধরে সে বহু ছাত্রকে বাধ্য করেছে তার সঙ্গে যৌনমিলনে লিপ্ত হতে।
নিজের বিকৃত কামনাকে চরিতার্থ করতে ওই অপরাধের ভিডিও ক্লিপ করে রাখত রামিজ। দুদিন আগে তার মোবাইল থেকে এধরনের প্রায় ৭৬টি ক্লিপ উদ্ধার করেছে পুলিশ।
সম্প্রতি, রামিজের ২ ছাত্র তাদের শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। তারপরই গ্রেফতার করা হয় ওই শিক্ষককে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। সোমবার তাকে আদালতে পেশ করা হবে।
পুলিশ জানিয়েছে, ছাত্রদের ধর্ষণ করার সেই ছবি অন্য ছাত্রদের সাহায্যে মোবাইলে তুলত রামিজ। পুলিশের আশঙ্কা, গত কয়েক বছরে বহু ছাত্রকে ধর্ষণ করেছে সে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি বেসরকারি স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষক অকৃতদার রামিজ। জানা গিয়েছে, তার থেকে টিউশন নেওয়ার জন্য সে ছাত্রদের ওপর চাপসৃষ্টি করত।
এরপর, পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে সে টিউশনের ফাঁকে সে ছাত্রদের ওপর যৌন নির্যাতন চালাত এবং একই হুমকি দিয়ে অন্য ছাত্রদের বাধ্য করত সেই কুকীর্তি মোবাইলে রেকর্ড করতে।
পুলিশের আশঙ্কা, গত ১০ বছরে প্রায় ২০০ জন ছাত্র তার বিকৃত যৌন-লালসার শিকার হয়ে থাকতে পারে। আপাতত পুলিশ ১১ জনকে চিহ্নিত করতে সমর্থ হয়েছে।
এমনই একটি ভিডিও ক্লিপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে রামিজ। ঘটনাচক্রে, তা পৌঁছে যায় এক ছাত্রের অভিভাবকদের কাছে। তারপরই বিষয়টি ফাঁস হয়।
রামিজের এই যৌন-বিকৃতির কথা প্রকাশ্যে আসতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।