নয়াদিল্লি:  সম্প্রতি জম্মু-কাশ্মীরকে কেন্দ্র করে যে অচলাবস্থ আন্তর্জাতিক মঞ্চে সৃষ্টি হয়েছে, তারজন্যে পাকিস্তানকেই সবচেয়ে বেশি দায়ী করেছেন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিংহ। তাঁর দাবি, তাঁদের প্রতিবেশী রাষ্ট্র আসলে একটি ব্যর্থ দেশ। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এভাবে উপত্যকায় অচলাবস্থা সৃষ্টি করছে পাকিস্তান। তাঁর দাবি, একদিন পাকিস্তানের অস্তিত্বই মুছে যাবে বিশ্ব মানচিত্র থেকে।

নির্মল সিংহের দাবি, পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ভারতীয় সেনা জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই ভীত তাঁদের প্রতিবেশী রাষ্ট্র। তিনি মনে করেন এইমুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সরাসরি পেরে উঠছে না পাকিস্তান। তাই জম্মু-কাশ্মীরে অচলাবস্থা সৃষ্টি করতে, এখন প্রায় প্রতিদিনই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এছাড়া পাক জঙ্গিরাও বিভিন্ন পথ দিয়ে সীমান্তের এপারে ঢুকে পড়ছে, অভিযোগ উপমুখ্যমন্ত্রীর।

সম্প্রতি ভারতের পাক-বিরোধী নীতির সামনে কার্যত আন্তর্জাতিক মঞ্চে একলা হয়ে গিয়েছে ইসলামাবাদ। বিশ্বও এখন পাকিস্তানকে জঙ্গিদের স্বর্গরাজ্য হিসেবেই চেনে। পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনা জওয়ানদের প্রশংসাও করেছেন উপমুখ্যমন্ত্রী। তিনি মনে করেন দেশকে কীভাবে ভালবাসতে হয়, দেশের জন্যে স্বার্থত্যাগ করতে হয়, তা আমাদের প্রত্যেক নাগরিকের ভারতীয় সেনা জওয়ানদের থেকে শেখা উচিত্। এদিকে তিনি এও জানান, যুদ্ধের ময়দানে প্রাণ গিয়েছে যে সমস্ত সেনা জওয়ানদের তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য ছাড়াও তাঁদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ারও চেষ্টায় রয়েছে কেন্দ্র।