প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, আজ সন্ধ্যে ৭.১৫ নাগাদ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। সীমান্ত লক্ষ্য করে ছোঁড়ে মর্টার। পাল্টা যোগ্য জবাব দেয় আমাদের জওয়ানরা।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই রাজৌরির সেনা ছাউনি লক্ষ্য করে ভারি গুলি বর্ষণ করে পাক সেনা। প্রায় ৪ ঘণ্টা চলে গুলির লড়াই। সোমবারও জম্মুর পাল্লানওয়ালা সেক্টর, রাজৌরির সুন্দরবানি এবং নৌশেরা সেক্টর এবং পুঞ্চের খাদি সেক্টরে গুলি বর্ষণ ও শেল ছোঁড়ে পাক সেনা। আহত হন এক নাগরিক ও এক জওয়ান।
উল্লেখ্য, সোমবারই পাক সেনাবাহিনী জানিয়েছিল, সীমান্তে সংঘর্ষের সময় মৃত্যু হয়েছে তাদের ৭ জওয়ানের। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের গুলি বর্ষণে অসার হতে বসেছে ২০০৩ সালে হওয়া ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি। এখনও পর্যন্ত ২৮৬ বারেরও বেশি সংঘর্ষবিরতি চুক্তি ভেঙেছে পাকিস্তান।
এদিকে পাক বিদেশমন্ত্রকের এক আধিকারিককে ডেকে পাঠিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। লাগাতার সংঘর্ষবিরতি চুক্তির নিন্দায় পাকিস্তানের কাছে ফের ডিমার্চে পাঠিয়েছে ভারত। এই নিয়ে এমাসে তিনবার প্রতিবেশী রাষ্ট্রর কাছে ডিমার্চে পাঠাল ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ৯-১৫ নভেম্বরের মধ্যে ১২ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ২০০৩-এ হওয়া চুক্তি ইচ্ছাকৃতভাবে ভেঙে চলেছে পাকিস্তান। পাক হাইকমিশনের কাউন্সিলর পদের এক আধিকারিককে ডাকা হয়েছে।