নয়াদিল্লি: সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কৃষ্ণঘাঁটিতে ২ ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের ঘটানো পাকিস্তান সেনার স্পেশাল বর্ডার অ্যাকশন টিমে (ব্যাট) বহু মুজাহিদিন জঙ্গিও নিযুক্ত রয়েছে। এমনটাই জানাল বিএসএফ।
মঙ্গলবার, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত ডিজি (পশ্চিম কম্যান্ড) কে এন চৌবে পুরো ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বলেন, বিএসএফ ও সেনা জওয়ানদের নিয়ে যৌথবাহিনী যখন নিয়মমাফিক নিয়ন্ত্রণরেখা সুরক্ষার রাখার কাজ করছিলেন, তখনই পাকিস্তানি দিকের দুটি ফরোয়ার্ড পোস্ট ও দুটি চোরাগোপ্তা পোস্ট থেকে জওয়ানদের ওপর হামলা করা হয়।
জওয়ানরা যখন তার মোকাবিলা করতে ব্যস্ত, সেই সময় সেনা, প্রশিক্ষিত জঙ্গি ও মুজাহিদিনদের দিয়ে তৈরি ব্যাট টিম সুযোগ বুঝে ২ জওয়ানের মুণ্ডচ্ছেদ করে পালায়।