মিলেছে প্রমাণ, মাছিলে জওয়ানের দেহ বিকৃত করায় জড়িত পাকিস্তান: সেনাবাহিনী
ABP Ananda, web desk | 29 Nov 2016 06:05 PM (IST)
জম্মু: নিয়ন্ত্রণ রেখায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে গত ২২ নভেম্বর এক সেনা জওয়ানের মৃতদেহ বিকৃত করার ঘটনায় পাকিস্তানের 'প্রত্যক্ষ ভূমিকা' ছিল বলে জানাল সেনাবাহিনী। উধমপুরের নর্দান কম্যান্ডের এক সেনা আধিকারিক বলেছেন, গত ২২ নভেম্বর মাছিলে এক জওয়ানের দেহ বিকৃত করা হয়েছিল। এই ঘটনায় তল্লাশি চালিয়ে যে তথ্য সংগ্রহ হয়েছে তাতে পাকিস্তানের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, ওই দিন সেনার টহলদারি বাহিনীর ওপর অনুপ্রবেশকারীদের অতর্কিত হামলায় তিন জওয়ান নিহত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজনের দেহ ক্ষতিবিক্ষত করা হয়। সেনার ওই আধিকারিক জানিয়েছেন, ওই এলাকা থেকে যে সব খাওয়ার সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র পাওয়া গিয়েছে সেগুলিতে ‘পাকিস্তান ডিফেন্স ফোর্স’, ‘পাকিস্তান স্ট্যান্ডার্ড’ উল্লেখিত রয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে ‘সরকারি সম্পত্তি’ সিলমোহর দেওয়া নাইট ভিশন। ওই নাইট ভিশন আমেরিকায় তৈরি এবং তা পাকিস্তান সেনা ব্যবহার করে। ওই সেনা আধিকারিক জানিয়েছেন, এর জন্য চরম মাশুল গুণতে হবে পাকিস্তানকে। উল্লেখ্য,এভাবে জওয়ানদের মৃতদেহ ক্ষতবিক্ষত করে দেওয়ার মতো জঘন্য ঘটনা এর আগেও ঘটিয়েছে পাকিস্তান। এই মাছিলেই গত ২৮ অক্টোবর পাক সেনার কভার ফায়ারিংয়ের মদতে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে ঢুকে জঙ্গিরা এক সেনা জওয়ানকে খুন করে তাঁর দেহ ক্ষতবিক্ষত করেছিল। ওই ঘটনায় এক জঙ্গি খতম হয়েছিল। ২০০৮-এ জুনে গোর্খা রাইফেলসের এক জওয়ান পথ হারিয়ে ফেলে পাক বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর হাতে ধরা পড়েন। কয়েকদিন পরে মাথা কাটা অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়।