অমৃতসর: পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু পাকিস্তানি মাদক পাচারকারীর। মৃতের কাছ থেকে ১০ কেজি মাদক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বলে বিএসএফ জানিয়েছে।
এদিন ভোরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ফিরোজপুর সেক্টরের বারেক পোস্ট এলাকায় মাদক কারবারী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানের সময় এই ঘটনা ঘটেছে।
বিএসএফের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, অভিযানকারী দল ভারতীয় অঞ্চলে সীমান্ত অতিক্রম করে বেড়ার দিকে চুপিসারে দুই পাক পাচারকারীকে আসতে দেখে। তাদের বাধা দিলে তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় অভিযানকারী দল। এতে এক পাচারকারীর মৃত্যু হয়। অন্যজন অন্ধকারে গা ঢাকা দিয়ে পাকিস্তানের দিকে পালিয়ে যায়।
বিএসএফের ওই আধিকারিক জানিয়েছেন, মৃত পাচারকারীর দেহ, ১০ কেজি মাদক (হেরোইন বলে সন্দেহ), একটি চিনা পিস্তল, একটি ম্যাগাজিন, ১১০ টাকার পাক মুদ্রা, ২ টি মোবাইল ফোন, ১৭ টি বুলেট, ৩ টি পাকিস্তানি মোবাইল ফোনের সিমকার্ড অন্যান্যা জিনিসপত্র উদ্ধার হয়েছে।
এদিকে, বিএসএফ গতকাল রাতে ফাজিকা জেলায় মাহারসোনা বর্ডার পোস্ট থেকে লাহোরের বাসিন্দা ৩০ বছরের এক পাক নাগরিককে পাকড়াও করেছে।ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
পঞ্জাব সীমান্তে গুলিতে মৃত্যু পাক পাচারকারীর, বাজেয়াপ্ত ১০ কেজি মাদক, অস্ত্র, জানাল বিএসএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2018 06:02 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -