জম্মু: আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলিবর্ষণে কোনও ছেদ পড়েনি।যুদ্ধবিরতি চুক্তি ভেঙে তারা নির্বিচারে গুলি চালাচ্ছে। আজও বিভিন্ন জায়গায় বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করেছে পাক বাহিনী। এর জবাব দিতে গিয়ে নিয়ন্ত্রণ রেখার মাচিল সেক্টরে শহিদ হয়েছেন বিএসএফ জওয়ান নিতিন সুভাষ।


গতকাল সন্ধেয় পাকিস্তানের হামলার জবাব দিচ্ছিলেন সুভাষ। তাঁর দূরপাল্লার অস্ত্রের চেম্বারে আচমকাই বিস্ফোরণ ঘটে। ফলে গুলি ছিটকে লাগে তাঁর দেহে। বিএসএফের আইজি (কাশ্মীর) বিকাশ চন্দ্র এ কথা জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল গভীর রাতে সুভাষ নিতিনের মৃত্যু হয়।

এর আগে বিএসএফের এক পদস্থ আধিকারিক জানিয়েছিলেন যে, নিতিন সুভাষ পাক বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।

মহারাষ্ট্রের সাঙ্গলির ২৮ বছরের নিতিন সুভাষ ২০০৮-এ সীমান্ত রক্ষী বাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁর স্ত্রী এবং চার ও দুই বছরের সন্তান রয়েছে।

জম্মু ও কাশ্মীরে সীমানা এলাকায় পাকিস্তান সম্প্রতি প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় এই নিয়ে চার সেনা ও তিন বিএসএফ জওয়ান শহিদ হয়েছেন।

গতকাল সন্ধেয় কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন এক সেনা জওয়ান। এরপর  তাঁর দেহ লাইন অফ কন্ট্রোলের কাছে নিয়ে গিয়ে অঙ্গচ্ছেদ করে জঙ্গিরা।এরপর তারা পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে যায়। কভারিং ফায়ার করে জঙ্গিদের মদত দিয়েছিল পাক সেনা। এই বর্বরোচিত আচরণের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে সেনা।

গতকালের ঘটনায় এক জঙ্গিরও মৃত্যু হয়।

এদিন আরএস পুরা সেক্টরের কাঠুয়া, আবদুলিয়ান এলাকাতেও সকাল সাড়ে সাতটা নাগাদ মর্টার হামলা চালায় পাক সেনা।

প্রত্যকটি ক্ষেত্রেই ভারতের পক্ষ থেকে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।