শ্রীনগর: কাশ্মীরে হুরিয়তের মিছিলে উড়ল পাকিস্তানের পতাকা। মিছিলের নেতৃত্বে ছিল মিরওয়াইজ উমর ফারুক।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মিরওয়াইজ মৌলবী ফারুকের মৃত্যুদিবস উপলক্ষ্যে নওহাট্টার জামিয়া মসজিদ থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিলেই মুখ ঢাকা বেশ কয়েকজনের হাতে ছিল পাকিস্তানের পতাকা। তিনি বলেন, একদল যুবক পাকিস্তানের পতাকা হাতে মিছিলে হাঁটছিল। মিছিলটি শেষ হয় আওয়ামি অ্যাকশন কমিটির হেড অফিসে গিয়ে।
পুলিশ জানিয়েছে, কে বা কারা এধরনের কাজ করেছে, তার সন্ধান চালাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, ১৯৯০ সালে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে খুন হয় মিরওয়াইজ মৌলবী ফারুক। ২০১১-এ হুরিয়তের এক প্রবীণ নেতা আব্দুল গনি ভাট বলেন, নিজেদের লোকের গুলিতেই মারা গিয়েছে মৌলবী।
কাশ্মীরে হুরিয়তের মিছিলে উড়ল পাকিস্তানের পতাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2016 06:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -