জম্মু: ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান।


সেনাবাহিনী সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে ৬টা নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর নৌশেরা সেক্টর অঞ্চলে বিনা প্ররোচনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও মর্টার দিয়ে ভারতীয় ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা।


পাক হামলার জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় ফৌজও। তবে, এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। পাকিস্তানের তরফেও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


প্রসঙ্গত, গত ২৪-ঘণ্টায় এই নিয় দ্বিতীয়বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাক সেনা। গতকালও, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ছোট, স্বয়ংক্রিয় অস্ত্র এবং মর্টার দিয়ে হামলা চালায় পাক সেনা।


এর আগে, গত বৃহস্পতিবার পাক সেনার বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) হামলায় ২ ভারতী জওয়ান নিহত হন। সেনা জানিয়েছে, দুপুর ২টো নাগাদ পুঞ্চের গুলপুর বেল্টে সেনার এক নজরদারি টিম সেখানে প্যাট্রলিং করছিল।


স্পেশাল ফোর্স ও জঙ্গিদের নিয়ে তৈরি ব্যাট বাহিনীর সদস্যরা সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ৬০০ মিটারের মধ্যে ঢুকে পড়ে তাদের ওপর হামলা চালায়। ভারতীয় সেনার পাল্টা জবাবি গুলিতে খতম হয় এক ব্যাট-সদস্য।