নয়াদিল্লি: ভারত সীমান্তপারের সন্ত্রাস নিয়ে আলোচনা চাইলেও পাকিস্তান শুধু কাশ্মীর নিয়েই কথা বলতে আগ্রহী। বিদেশ সচিব এস জয়শঙ্করকে এ মাসের শেষে ফের ইসলামাবাদে আমন্ত্রণ করেছে তারা। বলেছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তমত তারা কাশ্মীর নিয়ে আলোচনা চায়। ইসলামাবাদ আবার দাবি করেছে, কাশ্মীরে ‘মানবাধিকার লঙ্ঘন’ এক্ষুনি বন্ধ করতে হবে, পাকিস্তানি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপত্যকায় গিয়ে কাজ করার সুযোগ দিতে হবে।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বওয়ালের হাতে এই বিবৃতি তুলে দেওয়া হয়েছে। ভারত যে সন্ত্রাস নিয়ে কথা বলতে চেয়েছে, সেই প্রসঙ্গ অবশ্য সযত্নে এড়িয়ে গিয়েছে তারা।

এর আগে, সোমবার পাকিস্তান কাশ্মীর নিয়ে কথা বলার জন্য ভারতকে আমন্ত্রণ জানায়। তাদের কথায়, কাশ্মীর ইস্যু শান্তিতে মিটিয়ে ফেলা দুই দেশের ‘আন্তর্জাতিক দায়ে’-র মধ্যে পড়ে। জবাবে ভারত বুধবার পাক প্রস্তাব খারিজ করে জানিয়ে দেয়, আলোচনা হতেই পারে, তবে তা হবে স্রেফ পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে, যা কাশ্মীরে সাম্প্রতিক অশান্তির মূল কারণ। বিদেশ সচিব জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদে গিয়ে সন্ত্রাস নিয়ে আলোচনা করতে তাঁর কোনও অসুবিধে নেই। কিন্তু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কথা বলায় কোনও অধিকার পাকিস্তানের নেই, কারণ কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু। তবে হ্যাঁ, পাকিস্তান চাইলে সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাস ও অনুপ্রবেশ নিয়ে কথা চলতে পারে।