নয়াদিল্লি: উরির সন্ত্রাস। জবাবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। দু’দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সরতাজ আজিজ বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এ নিয়ে আলোচনা সেরেছেন পাক এনএসএ নাসের জাঞ্জুয়ার সঙ্গে। দু’দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কমাতে কথা হয়েছে দু’জনের।
সরতাজের দাবি, নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে দু’পক্ষই সম্পর্ক পুনর্গঠনে জোর দিয়েছে।
যদিও সম্পর্ক মেরামত কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে রবিবার রাতেই। বারামুলায় নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এতে ১ সীমান্তরক্ষী শহিদ হয়েছেন।
এর মধ্যে অশান্তির আশঙ্কা আরও জোরালো করে পাক প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন, পাকিস্তানও ভারতের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করতে সক্ষম।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে আলোচনা শুরু করেছেন ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা: সরতাজ আজিজ
ABP Ananda, Web Desk
Updated at:
03 Oct 2016 12:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -