অমৃতসর: পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরের পাহাড়িপুরে বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হল এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর। আজ সকাল ৬.২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। কাঁটাতারের বেড়া টপকে ওই অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করলে তাকে থামতে বলেন জওয়ানরা। কিন্তু তাতে কর্ণপাত করেনি ওই অনুপ্রবেশকারী। এরপরেই তাকে গুলি করে মারা হয়।

এই ঘটনার পর গোটা অঞ্চল ঘিরে রেখেছেন জওয়ারা। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। নিহত অনুপ্রবেশকারীর দেহ উদ্ধারের পাশাপাশি তার সঙ্গে আরও কেউ ছিল কি না, তার খোঁজও করা হচ্ছে।