নয়াদিল্লি:  ভারত-পাক সীমান্তে পঠানকোটের বামিয়ালে বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু এক পাক অনুপ্রবেশকারীর। প্রসঙ্গত, এই অঞ্চল দিয়েই গত বছর সীমান্তের এপ্রান্তে এসে পঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা।

বিএসএফ সূত্রে খবর, আজ সকাল ৮টা বেজে পনেরো মিনিট নাগাদ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ মিটার দূরত্বে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। ঘটনাস্থলে গিয়ে ওই অনুপ্রবেশকারীকে চ্যালেঞ্জ জানায় বিএসএফ বাহিনী। সেই ব্যক্তি কোনও উত্তর না দেওয়ায় সেখানেই তার ওপর গুলি চালিয়ে দেওয়া হয়।

যে জায়গায় আজকের এই ঘটনাটি ঘটেছে সেটা হল সিম্বাল সীমান্তে, পঠানকোটের বামিয়াল অঞ্চলে। এই এলাকা দিয়েই গতবছর জঙ্গিরা ঢুকে পঠানকোট বিমানঘাঁটির ওপর ভয়াবহ হামলা চালায়।