সীমান্তে গুলিতে নিহত এক পাক অনুপ্রবেশকারী, ৪ কেজি হেরোইন সহ পাকড়াও অন্যজন, জানাল বিএসএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2018 06:11 PM (IST)
অমৃতসর: পঞ্জাবের রামকোট বর্ডার আউটপোস্ট এলাকায় বিএসএফের গুলিতে নিহত এক পাক অনুপ্রবেশকারী। চার কেজি হেরোইন সহ ধরা পড়ল নিহতের সঙ্গী। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক আধিকারিক এ কথা জানিয়েছেন। ওই আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় ভূখণ্ডে কিছু সন্দেহজনক গতিবিধি নজরে আসে বাহিনীর রাতের টহলদার দলের জওয়ানদের। জওয়ানরা সঙ্গে সঙ্গে ছুটে যান। সেখানে দুই পাকিস্তানিকে কিছু একটা বয়ে নিয়ে যেতে দেখে ন তাঁরা। জওয়ানরা ওই দুজনকে থামতে বলেন। কিন্তু সে কথায় কান না দিয়ে অনুপ্রবেশকারীরা মারমুখী মেজাজে জওয়ানদের দিকে তেড়ে আসে। বারবার সতর্ক করলেও কোনও কাজের কাজ হয়নি। এরপর বাধ্য হয়েই আত্মরক্ষার জন্য জওয়ানদের গুলি চালাতে হয়। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যজনকে চার কেজি হেরোইন সহ পাকড়াও করা হয়। ধৃত পাক অনুপ্রবেশকারীরা জেরা করা হচ্ছে। জানার চেষ্টা হচ্ছে, কোথায় মাদক তারা নিয়ে যাচ্ছিল।