শ্রীনগর: সন্ত্রাসবাদী কার্যকলাপে ফের স্পষ্ট পাক-যোগ। কাশ্মীরের নউগাম সেক্টরে মৃত চার জঙ্গির কাছ থেকে পাওয়া গ্রেনেডে পাওয়া গিয়েছে পাকিস্তানি ছাপ।ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ওই গ্রেনেডে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ রয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নউগাম সেক্টরে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় চার জঙ্গির। তাদের কাছ থেকে পাওয়া ওষুধ এবং শুকনো খাবারেও ছিল পাকিস্তানের ছাপ। আগেই সেই প্রমাণ পেয়েছে সেনাবাহিনী। এবার গ্রেনেডেও মিলল সেই প্রমাণ।