এমনিতে প্রধানমন্ত্রীর সমালোচনার কোনও সুযোগ ছাড়েননা কেজরীবাল। তাঁর অফিসে সিবিআই হানা হওয়ায় প্রধানমন্ত্রীকে তিনি ‘কাওয়ার্ড’ এবং ‘সাইকোপ্যাথ’ আখ্যা দেন। সেই কেজরীই সোমবার একটি মিনিটতিনেকের ভিডিওয় প্রথমে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন। তারপর শুরু করেন মোদীর প্রশংসা। অবশেষে বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানের মিথ্যে প্রচারের মুখোশ খুলে দেওয়ার জন্য ওই অপারেশনের ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক।
এরপরেই কেজরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে পাক সংবাদপত্র ও সংবাদ চ্যানেলগুলি, তাঁকে 'কোট' করে দাবি করছে, আসলে কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি।
সূত্রের খবর, আসলে এভাবে একটি পক্ষ ওই অপারেশনের প্রমাণ চেয়ে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে চাইছে।