ইসলামাবাদ:  কাশ্মীর দিবস উপলক্ষ্যে কাশ্মীর যুব সম্প্রদায় ও সেখানকার সমস্যায় সমব্যথী হয়ে গানের নয়া ভিডিও প্রকাশ করল পাকিস্তান সেনাবাহিনী। গানটি সোশ্যাল মিডিয়ায়ে প্রকাশ করেছে পাক সেনার মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন বা (আইএসপিআর)।

এই ভিডিওটির নাম দেওয়া হয়েছে 'সঙ্ঘবাজ' অর্থাৎ 'পাথর ছোঁড়ে যারা'। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এই গানটি লেখা হয়েছে। প্রসঙ্গত, গানটি এমন ভাবে লেখা হয়েছে, যেটা শুনে মনে হবে ভারতের এখনই কাশ্মীর ছেড়ে চলে যাওয়া উচিৎ। এমনকি ভিডিওতে কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বাস্তব ছবিই ব্যবহার করা হয়েছে।

এইমুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্পর্কে কিছুটা অস্বস্তি রয়েছে। সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন প্রায় প্রতি দিনের ঘটনা। এদিকে আজই সরতজ আজিজ বলেন গতবছর জুলাইয়ে ভারতীয় সেনাবাহীনির হাতে হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু কাশ্মীরের জন্যে ছিল অন্যতম বড় 'টার্নিং পয়েন্ট'।