চণ্ডীগড়: মা ও স্ত্রীর সঙ্গে কুলভূষণ যাদবের গোটা সাক্ষাতপর্বকে পাকিস্তানের ‘নাটক’ বলে কটাক্ষ করলেন নিহত সর্বজিৎ সিংহের বোন দলবীর কৌর। তাঁর মতে, মুক্ত পরিবেশে মা ও স্ত্রীর সঙ্গে কুলভূষণ যাদবকে দেখা করতে না দিয়ে ‘নিষ্ঠুর রসিকতা’ করেছে পাকিস্তান।


চরবৃত্তির অভিযোগে পাকিস্তানে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কুলভূষণের সঙ্গে এদিন পাক বিদেশমন্ত্রকের দফতরে তাঁর মা ও স্ত্রী দেখা করেন। কিন্তু, মাঝে কাচের দেওয়াল দুতরফকে আলাদা করে রাখা হয়।


গত বছর মার্চ মাসে পাকিস্তানে গ্রেফতার হন কুলভূষণ। তখন থেকেই তিনি পাক জেলে বন্দি। প্রায় পৌনে দু বছরে এই প্রথম পরিবারকে দেখলেন কুলভূষণ। পাকিস্তান এই বিষয়টিকে দেশ ও প্রশাসনের মানবিকতার দিক হিসেবে তুলে ধরতে উদ্যোগী হয়েছে।


যদিও, এই যুক্তি মানতে নারাজ দলবীর। তাঁর মতে, এই সাক্ষাতে কোনও মানবিকতা ছিল না। যেখানে এত কঠোর নিরাপত্তার মধ্যে সাক্ষাত হয় এবং সর্বোপরি কাচের দেওয়াল দিয়ে পরিবারকে তাঁর থেকে আলাদা করে রাখা হয়, সেখানে মানবিকতা থাকতে পারে না।


২০১৩ সালে লাহৌর জেলে মারা যান সর্বজিৎ। এই প্রসঙ্গটি উল্লেখ করে দলবীর জানান, কুলভূষণের পরিবারের ওপর দিয়ে কী ঝড় বইছে, তা তিনি বোঝেন। তাঁর মতে, ওর (কুলভূষণ) পরিবার ওকে জড়িয়ে ধরতে চেয়েছিল। মুক্তভাবে কথা বলতে চেয়েছিল। কিন্তু, তা সম্ভব হয়নি। তাই এটা কোনও সাক্ষাতই নয়।


তিনি বলেন, পাকিস্তানের কোনও মানবিকতা নেই। তারা যাদবের পরিবার এবং ভারতবাসীর সঙ্গে নিষ্ঠুর রসিকতা করেছে। সাক্ষাতের নাটক করে পরিহাস করেছে। আন্তর্জাতিক মহলকে বোকা বানানোর চেষ্টা করেছে।