জম্মু: জম্মু, সাম্বা ও পুঞ্চ জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছাউনিগুলির ওপর ফের হামলা চালাল পাকিস্তান। গত রাত থেকে টানা গুলি গোলায় ২ বিএসএফ জওয়ান জখম হয়েছেন। আহত ৫ নাগরিকও।
আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন এখনও অব্যাহত। কয়েকশো বাসিন্দা প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালিয়েছেন। আর্নিয়া, আর এস পুরা ও রামগড় সেক্টরে নিরাপত্তা বাহিনীর ছাউনি টার্গেট করে টানা গুলি বর্ষণ করছে পাকিস্তান। ২০টির বেশি গ্রাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।
আর এস পুরার সাতোওয়ালি গ্রামে পাক গোলায় আহত হয়েছেন ৩ নাগরিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর্নিয়া সেক্টরের ত্রেভা গ্রামে আহত হয়েছেন আর এক গ্রামবাসী।
ওদিকে সাম্বার রামগড় সেক্টরে পাক গুলিতে সামান্য জখম হয়েছেন ২ বিএসএফ জওয়ান। গত সন্ধ্যা থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর টানা হামলা চালাচ্ছে পাকিস্তান, এতে আহত হয়েছে ৮ বছরের এক বালক। শুধু গত রাতেই ৫০০-র বেশি বাসিন্দা সীমান্তবর্তী গ্রামগুলি ছাড়তে বাধ্য হয়েছেন। তাঁদের জন্য ত্রাণশিবিরের বন্দোবস্ত করা হয়েছে।
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, গত কয়েকদিনে আর এস পুরা ও আর্নিয়া সেক্টরে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন ২০,০০০-এর বেশি মানুষ।
সীমান্তে ফের পাক গোলা, ২ বিএসএফ জওয়ান সহ আহত ৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2017 10:47 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -