মুম্বই: কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর স্ত্রী ও মাকে দেখা করার সুযোগ দিলেও, তাঁদের মাঝে কাচের দেওয়াল রাখায় পাকিস্তানের সমালোচনা করলেন কুলভূষণের ছোটবেলার বন্ধু তুলসীদাস পওয়ার। তিনি বলেছেন, ‘ভাবতে পারেন, একজন মা যিনি দু’ বছর আগে শেষবার তাঁর ছেলেকে দেখেছিলেন, কাচের মধ্যে দিয়ে ছেলেকে দেখে এবং স্পর্শ করার সুযোগ না পেয়ে তাঁর কী মনে হচ্ছে? কুলভূষণের মাকে জড়িয়ে ধরার সুযোগ দেওয়া উচিত ছিল পাকিস্তানের। দেখে মনে হচ্ছে, কুলভূষণের সঙ্গে তার মা ও স্ত্রীর এই সাক্ষাৎ নকল। বিশ্বের সামনে এই ছবি তুলে ধরতে চেয়েছে পাকিস্তান।’
আজ দুপুরে পাকিস্তানের বিদেশমন্ত্রকের ঘরে কুলভূষণের সঙ্গে তাঁর স্ত্রী ও মাকে দেখা করতে দেয় পাকিস্তান। কিন্তু তাঁদের মাঝে ছিল কাচের দেওয়াল। টেলিভিশনে এই ছবি দেখে ক্ষুব্ধ তুলসীদাস বলেছেন, ‘পাকিস্তানের এই আচরণ মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক আদালতে কিছুদিন পরেই ফের কুলভূষণের মামলার শুনানি হবে। তার আগে এই সাক্ষাতের ব্যবস্থা করে আনুষ্ঠানিকতা করল পাকিস্তান। একজন মাকে তাঁর সন্তানকে জড়িয়ে ধরতে দেওয়া, স্ত্রীকে তাঁর স্বামীকে স্পর্শ করতে দেওয়ার ভদ্রতা না দেখানোর জন্য পাকিস্তানের নিন্দা করা উচিত। কুলভূষণের মায়ের যন্ত্রণা উপলদ্ধি করা যায়।’
তুলসীদাস আরও বলেছেন, কুলভূষণকে দ্রুত দেশে ফেরানোর জন্য তিনি এবং কুলভূষণের অন্য বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে অনুরোধ জানাবেন।
কুলভূষণের মাকে জড়িয়ে ধরতে না দিয়ে অভদ্রতা করেছে পাকিস্তান, মত বন্ধুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2017 08:33 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -