নয়াদিল্লি: শুধু মুখের কথা বা নাম কা ওয়াস্তে কয়েকজনকে গৃহবন্দী করলেই হবে না।  পাকিস্তানকে ভারতে হামলায় জড়িত জঙ্গিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এমনই মন্তব্য করলেন প্রাক্তন পাক কূটনীতিক হুসেন হক্কানি। তাঁর হুঁশিয়ারি, সব জঙ্গি গোষ্ঠীগুলিকে বিপদ হিসেবে না দেখলে এবং সেগুলির বিরুদ্ধে পাকিস্তান ব্যবস্থা না নিলে পাঠানকোটে হামলার মতো আরও ঘটনা ঘটবে। একইসঙ্গে তিনি বলেছেন, গত ৩০ বছরে জিহাদিরা পাকিস্তানকে কোনও সাফল্য এনে দিতে পারেনি। আগামী দিনে তারা শুধু পাকিস্তানের ক্ষতিই করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের এই প্রাক্তন দূত বলেছেন, ভারতের থেকে পাকিস্তান ছোট দেশ। তাই চিরাচরিত যুদ্ধে সাফল্য পাবে না ভেবেই পাকিস্তান সন্ত্রাসবাদের আশ্রয় নিয়েছে। এর উদ্দেশ্য, বিভিন্ন শহরে জনজীবন ব্যাহত করে, সর্বত্র আতঙ্ক ছড়িয়ে ভারতকে জব্দ করা। এই কারণেই সন্ত্রাসবাদ অব্যাহত রয়েছে।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে হক্কানি তাঁর সাম্প্রতিক বই ‘ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান:হোয়াই কান্ট উই জাস্ট বি ফ্রেন্ড?’ এবং কাশ্মীর, পাক সেনা ও দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা সংক্রান্ত একাধিক বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন।
হক্কানি বলেছেন, বিদ্বেষ যে বিদেশনীতির ক্ষেত্রে কোনওভাবেই ভালো হতে পারে না, তা ভারত ও পাকিস্তানের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই বই লেখার সিদ্ধান্ত নেন তিনি।
হক্কানি পাঠানকোট হামলায় পাকিস্তানের যৌথ তদন্ত দল গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই দল গঠনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন অসামরিক সরকারের ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার আগ্রহেরই প্রতিফলন ঘটেছে।