নয়াদিল্লি : জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টর থেকে গ্রেফতার এক পাকিস্তানি গুপ্তচর। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাকিস্তানের সিম কার্ড, সেনা ছাউনির মানচিত্র এবং দেশি মোবাইল ও মেমরি কার্ড।

পুলিশ জানিয়েছে, জম্মুর অরনিয়ার বাসিন্দা বোধরাজ নামে ওই ব্যক্তির সঙ্গে যোগ ছিল পাকিস্তানের। গুপ্তচর চক্রের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। সেনা সূত্রে নির্দিষ্ট খবর পেয়ে ২০ অক্টোবর পাক সীমান্ত লাগোয়া রামগড় এলাকায় পাক গুপ্তচরের খোঁজে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আন্তর্জাতিক সীমানার কাছে জেরদা গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ব্যক্তিকে।পুলিশকে দেখে পালানোর চেষ্টা করায় তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

প্রসঙ্গত, অগাস্টের শুরুতে রাজস্থান থেকে এক পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাওয়া যায় সীমান্ত এলাকার মানচিত্র এবং কিছু ছবি।