নয়াদিল্লি: গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার শোয়েব নামে এক ব্যক্তি। পুলিশের দাবি, শোয়েবের সঙ্গে গত ৩-৪ বছর ধরে যোগ ছিল পাকিস্তান হাই কমিশনের বহিষ্কৃত কর্মীর। পুলিশ জানিয়েছে, ছ’বার পাকিস্তানে গিয়েছে সে। পাসপোর্ট, ভিসা এজেন্ট শোয়েবকে ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লি আদালত।

তদন্তকারীরা জানিয়েছে, অভিযুক্তর কাছ থেকে পাওয়া ফ্যাবলেট থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। কিছু তথ্য জানা গিয়েছে বলেও খবর। পুলিশ জানিয়েছে, শোয়েবকে পাকড়াও করার সময়ই ফ্যাবলেটটি নষ্ট করে দেওয়ার চেষ্টা করে সে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার অপর দুই অভিযুক্ত সুভাষ জাঙ্গির এবং মৌলানা রমজানকেও। জানা গিয়েছে, শোয়েবই তাদের এই পথে এনেছিল।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানে গিয়ে শোয়েব তাঁর দাদুর বাড়ি উঠত। পাসপোর্ট ভিসা করে দেওয়ার পাশাপাশি পারিবারের কাপড়ের ব্যবসাতেও সাহায্য করত শোয়েব।